চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক পুলিশের সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে ওই দূর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, প্রায় ৮ মাস পূর্বে চোখের অপারেশন করিয়েছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। তারপর থেকে চোখে কম দেখতেন তিনি। আজ দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। একই ট্রাফিক পুলিশের সার্জেন্টের সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একাধিকবার হর্ন দেয়া স্বত্তেও ট্রাফিক পুলিশের সার্জেন্টের সেলিমের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্টের সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি জানান, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।
ওসি আরও জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।