October 9, 2024 - 10:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সৈয়দালীপুর গ্রামে অসহায় ভূমিহীন নারী পুরুষের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে সৈদাল্লীপুর শহীদ শেখ রাসেল পল্লীর আয়োজন শ্যামনগর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা সৈয়াদালীপুর মৌজায় ২৯ একর জমি সরকারের কাছ থেকেই ইজারা নিয়ে সেখানে ৩২ টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। তবে গত ৯ফেব্রুয়ারি স্থানীয় ভূমিদস্য আলমগীর’র নেতৃত্বে সন্ত্রাসীরা ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেয়।

এ ঘটনার পর থেকে উচ্ছেদের শিকার ভূমিহীন পরিবারগুলো মানবতার জীবন যাপন করছে। তারা হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার তারা দাবী জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ