তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সুদূর প্রবাসে জীবনও জীবিকার তাগিদে পাড়ি দেন পর্তুগালে। পর্তুগালে কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দু’জন বাংলাদেশি শ্রমিক দেওয়াল ভেঙ্গে চাঁপা পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।
স্থানীয় সময় সোমবার বিকালে কনস্ট্রাকশনের কাজের বিকালের সময় মারা যান তারা। নিহতরা হলেন শামীম আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। শামীম আহমদ মৌলভীবাজার সদর উপজেলার মোকাবাজার এলাকার নিতেশ্বর গ্রামের মৃত আরশদ মোল্লার ছেলে। অপরজন সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
শামীম এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।