October 9, 2024 - 10:33 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমির্জাগঞ্জ ভূমি ও গৃহহীনমুক্ত হওয়ায় আনন্দ র‍্যালি

মির্জাগঞ্জ ভূমি ও গৃহহীনমুক্ত হওয়ায় আনন্দ র‍্যালি

spot_img

মোঃ সোহাগ হোসেন: স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে মির্জাগঞ্জ উপজেলা।

আগামী ২২শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন।

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝাটিবুনিয়া আবাসনের উপকারভোগীদের নিয়ে এক আনন্দ র‌্যালি করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান (অতিঃদাঃ), উপজেলা ভাইস মোঃ জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মাকর্তা খোকন চন্দ্র দাস, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় মির্জাগঞ্জ উপজেলায় ১ম ধাপে ৪৭ টি, ২য় ধাপে ২২৫ টি, ৩য় ধাপে ৯৮ টি ও ৪র্থ ধাপে ৩ টিসহ মোট ৩৭৩ টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেয়া হয়েছে। এখানে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ