সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বৃহত্তম কাপড়ের হাট এনায়েতপুর, শনিবার আনুমানিক প্রায় রাত্রি ৮টার সময় হাটের ব্যবসায়ী মোঃ নিজামের পাইকারি মোনহারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে নগদ টাকা,মালামালসহ দোকান পুড়ে ভষ্স হয়ে যায়। দোকানের মালিক নিজাম উদ্দিনের ছোট ভাই নাছির উদ্দিন বলেন আমার বড় ভাইয়ের দোকানে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণকারী বেলকুচি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃ গোলাজার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। কি ভাবে আগুন লেগেছে এটি তদন্তের মাধ্যমে পরে জানা যাবে।