তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চাকা ফেটে কাওসার নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক আহত হয়েছেন।শনিবার দুপুরের দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কাওসার জৈন্তাপুর উপজেলার দলই হরিপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। তবে তাৎক্ষণিক আহত চালকের নাম জানা যায়নি।
জানা যায়, কটালপুর বাজার এলাকায় বালুবাহী ঐ ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। ট্রাকের হেলপার কাওসার নতুন একটি চাকায় হাওয়া দেওয়ার সময় এটি ফেটে যায়। এতে লোহার পাতের আঘাতে ছিটকে পড়েন ট্রাকের চালক এবং কাওসার। স্থানীয়রা আশপাশ থেকে এসে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।