মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখাল) প্রতিনিধি: গলাচিপায় গাঁজাসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯ ঘটিকার দিকে অভিযান চালিয়ে বদনা-তলী খেয়াঘাট মনির হোসেনের দোকানের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফ হোসেন (২১) ও মো. রাবি হাং (২২)। এরমধ্যে আরিফ হোসেন ডাকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব আটখালী গ্রামের বাসিন্দা। রাব্বি পানপট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তের হাওলা গ্রামের বাসিন্দা।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।