শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ১২০ টাকায় আবেদন করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে ৬৭ জন নারী-পুরুষ।
দরিদ্র কৃষক পরিবারের সন্তানরা ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতায় পুলিশের চাকরি পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। তারা পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার জন্য পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা জানান।
গত ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়।
এবার ৫ হাজার ৪৯ জন নারী-পুরুষ পুলিশ কনস্টেবল পদে আবেদনের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশ নেয়।
প্রথমে ডাক্তারী ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরপর তিন দিনের এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২২৭ জন মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
বুধবার (১৬ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ কাজী মনিরুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। তিনি জানান, পুলিশ কনস্টেবল নিয়োগে সাতক্ষীরা থেকে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটাসহ ৫৫ জন ছেলে ও ১২ জন মেয়েসহ মোট ৬৭ জন চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছে। অনেকেই বাবা নাই। মা দিনমজুর, বাবা চা বিক্রেতা, কৃষক তাদের ছেলে মেয়েরা এবার বেশিরভাগ যোগ্যতায় ও মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।
এ সময় তিনি নিয়োগ পাওয়া কনস্টেবলদের উদ্দেশে বলেন, তোমরা পেশাদারত্বের সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ হওয়ারও উপদেশ দেন ।
নিয়োগপ্রাপ্ত জাকিয়া সুলতানা জানান, বাবা একজন কৃষক। তারা দুই ভাইবোন পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়ে খুশি।
দিনমজুরের ছেলে সামছুজ্জামানও নিজ যোগ্যতায় চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
কৃষকের মেয়ে সাজু চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে জানান, দেশসেবাই তার একমাত্র কাজ হবে। সে দালাল ছাড়াই চাকরি পেয়ে গরিবের জন্য কাজ করতে চায়।
চা দোকানির মেয়ে খুরশিদা খাতুন টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না জেনেও লাইনে দাঁড়িয়ে চাকরি পেয়ে আনান্দে কেঁদে ফেলেন। ১২০ টাকা দিয়ে আবেদন করে যে চাকরি হয় তিনি নিজে তার সাক্ষী। তখন পাশে দাঁড়ানো বাবা বারবার চোখের পানি মুছতে থাকেন।