মোঃ সোহাগ হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়ায় শুষ্ঠুভাবে ৫ ইউনিয়ন পরিষদের ইভিএমে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।পুরুষের থেকে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ ইউনিয়নে পদে নির্বাচনে ৬১ হাজার ১ শ‘ ৪৯ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪৬ জন সাধারন সদস্য পদে ও ৪৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।নির্বাচনে ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ৮ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে র্যাব, বিজিবি ও পুলিশের মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করলে তারা জানান, সুন্দর ও মনোরম পরিবেশে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। যোগ্য ও সৎ লোককে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে তারা জানান।একাধিক চেয়ারম্যান প্রার্থীর বলেন, শৃঙ্খলাভাবেই নির্বাচন হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন নিরলস কাজ করছে। উপজেলা নির্বাচন অফিসার জানান,গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০