January 12, 2026 - 2:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমচুয়াডাঙ্গা ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: জমির নাম খারিজ করে দেয়ার নামে ভুক্তভোগীদের লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলামের বিরুদ্ধে। আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি ভুমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি ওই এলাকার বহু ব্যাক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযুক্ত জাহিদুল ইসলাম বর্তমানে চুয়াডাঙ্গা পৌর ভুমি অফিসের অফিস সহায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গায় বদলি হওয়ায় জাহিদুল ইসলামকে না পেয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে জমির নাম খারিজ করতে না পেরে টাকা ফেরত চাইলে ভুক্তভোগীরা জাহিদুল ইসলামের চুয়াডাঙ্গা পৌর ভুমি অফিস ও বাড়িতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে ভুক্তভোগীদের দাবি। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীদের টাকা ফেরৎ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের এ ধরনের ঘুষ বানিজ্য দীর্ঘদিনের দাবি করে তাকে নিয়ে বিপাকে পড়েছে চুয়াডাঙ্গা পৌর ভুমি অফিসের অনেকেই।

আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের বাজার পাড়ার শেখ কামাল উদ্দিনের অভিযোগ, জমির নামজারি করতে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর তিনি ঘোলদাড়ি ভুমি অফিসে যান। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর সেখানকার অফিস সহায়ক জাহিদুল ইসলাম তার কাছ থেকে ৫ কিস্তিতে ১৫ হাজার ৫শ’ টাকা নেয়। এখনও পর্যন্ত জাহিদুল ইসলাম তার কাজ করে দেয়নি। টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করে থাকে।

আলমডাঙ্গা উপজেলার নাগদহ গ্রামের দক্ষিণ পাড়ার আহসান মল্লিক নামের এক ব্যাক্তির অভিযোগ, জমির নামজারি করিয়ে দেয়ার কথা বলে ৬ মাস আগে জাহিদুল ইসলাম তার কাছ থেকে ৩ হাজার ৫শ’ টাকা নেয়। এখনও তার কাজ হয়নি। টাকাও ফেরত দিচ্ছেন না।

আলমডাঙ্গা উপজেলার ভেদামাড়ি গ্রামের আল্লাদি খাতুনের অভিযোগ, জমির নাম খারিজ করে দেয়ার নামে এক বছর আগে জাহিদুল ইসলাম তার কাছ থেকে ৮ হাজার টাকা নেয়। এখনও পর্যন্ত কাজও করে দেয়নি টাকাও ফেরত দেয়নি। বেশকিছুদিন আগে আমি জাহিদুল ইসলামের বাড়িতে টাকা ফেরত চাইতে গেলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া হয়।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, অফিস সহায়ক জাহিদুল ইসলাম ঘোলদাড়ি ভুমি অফিসে থাকা অবস্থায় জমির নাম খারিজ করে দেয়ার নামে ওই এলাকার প্রায় ৪০ জনের বেশি ব্যাক্তির কাছ থেকে বহু লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদুল ইসলামের সাথে কথা বলতে চুয়াডাঙ্গা পৌর ভুমি অফিসে গেলে তিনি বারবার বলেন, আমার এক ভাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরী করে। যদি কথা বলতে হয় আপনারা তার সাথে আগে কথা বলেন।

তবে, জমির নাম খারিজ করে দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি শিকার করেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে আমি তাদের টাকা ফেরত দিয়ে দিবো।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাজহারুল ইসলাম বলেন, আমার অফিসে দুর্নিতীবাজ কোন ব্যাক্তির জায়গা নেই। অভিযোগ প্রমানিত হলে জাহিদুল ইমলামের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। জাহিদুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, দুর্নিতীবাজ ব্যাক্তিকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। আমার কাছে লিখিত অভিযোগ করলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার...

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সোনা (পিতা: মৃত ইসলাম), সদর উপজেলার সাহেদ নগর...

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...

দলিল থাকলেও বাতিল হলো যে ৫ ধরনের জমির মালিকানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালে...

১৫ জানুয়ারি ফরচুন সুজের বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের পর্ষদ সভা আগামি ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় কোম্পানিটির...

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও...