মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: পর্যটন এলাকায় নিরাপদ ও পর্যটন বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে যানবাহন চালকদের জন্য বিশেষ নির্দেশনা প্রচারে মাঠে নেমেছে কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার সকালে কক্সবাজার ট্রাফিক পুলিশের একটি টিম শহিদ স্মরণী মোড়ে ইজিবাইক চালকদের সচেতন করার পাশাপাশি বিশেষ নির্দেশনা সংবলিত প্রচার পত্র গাড়িতে সেঁটে দেওয়া হয়।
এসময় জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজারের ট্রাফিক ব্যবস্থাকে পর্যটনবান্ধব করতে মাঠে নেমেছে তারা। পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকল যানবাহনকে ডাটাবেজের আওতায় আনা হবে। যার মাধ্যমে হয়রানি কমবে পর্যটকদের।
যানবাহন চালকদের জন্য নির্দেশনা গুলো হলো, ট্রাফিক আইন মেনে চলুন, ড্রাইডিং লাইসেন্স ও জাতীয় পরিচয় পত্র সাথে রাখুন,পর্যটক ও যাত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ন আচরণ করুন, রাস্তার বামের লেন ব্যবহার করুন গতি সীমিত রাখুন, যত্রতত্র পার্কিং ও যাত্রী উটানো নামানো থেকে বিরত থাকুন, টমটম /ইজিবাইক পৌরসভা কর্তৃক নির্ধারিত ভাড়া মেনে চলুন, চালকদের তথ্য ফরম পূরণ করে ট্রাফিক অফিসে জমা দিন।