চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ মোট ১৭ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
রোববার (১২ মার্চ) তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, পদত্যাগপত্র পেয়েছি। যারা পদত্যাগ করেছেন তাদের তালিকা পরে জানানো হবে।
জানা যায় পদত্যাগকারীদের মধ্যে ৮ জন সহকারী প্রক্টর আর বাকিরা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক রয়েছেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগ করা এক শিক্ষক বলেন, আমরা ভিসি ম্যামের কার্যক্রমে কোনো শৃঙ্খলা খুঁজে পাই না। দুইজন সিন্ডিকেট সদস্য যেভাবে চাচ্ছে, সেভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন নিয়োগে অনিয়ম হচ্ছে। তার দায়ভার আমাদের ওপর আসছে। তাই আমরা বিভিন্ন প্রশাসনিক পর্ষদ থেকে পদত্যাগ করেছি।
এদিকে প্রক্টর পদত্যাগের পরপরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিক সিকদারকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: