তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে গাঁজা ও চোরাই মদসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কতৃক রোববার ( ৫ মাচ) দুপুরে উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে এবং বিভাগীয় রেইডিং টিমের সহায়তায় রাজনগর উপজেলাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসামী ১. আবাছ মিয়াকে (৪০) ২কেজি ১০০ গ্রাম গাঁজা ও আসামী ২. মনিলাল রবিদাসকে (৩৫) ১৬ লিটার চোরাই মদ সহ গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং মামলা দায়েরের মধ্যে দিয়ে আদালতে প্রেরণ করা হয়।