জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে খ্যাতিমান লেখিকা রেহানা উর্মির গল্পের বই “তিয়াষীত হৃদয়” ও “চিঠি”। বই দুটির প্রশংসা এখন সবার মুখে মুখে। বই দুটো পাওয়ার জন্য লেখিকার দেশ বিদেশের পরিচিতজনরাও ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। যার কারণে উচ্ছসিত ও আনন্দিত এই গ্রন্থ দুটির লেখিকা ও প্রকাশক।
লেখিকা রেহানা উর্মির জন্ম ও পড়াশুনা ঢাকাতেই। বাবা মৃত জবেদ আলী সরদার। মা জাহানারা বেগম।তাঁর প্রিয় শখ ট্যুর করা। ছোট বেলা থেকে লিখতে ভালোবাসতেন। তাই কিশোরীবেলা থেকেই লিখে চলেছেন নিরবিচ্ছিন্ন ভাবে।
বই মেলায় তিয়াষীত হৃদয় ও চিঠি শিরোনামে তাঁর দুটো উপন্যাস গ্রন্থ পাওয়া যাচ্ছে বিবেক প্রকাশনীতে। স্টল নং: ২২৪। সোহরাওয়ার্দী উদ্যান।
গ্রন্থের উপজীব্য বিষয়:
চিঠি (উপন্যাস)
অনেক বছর পর জয় তার বন্ধু দীপ্তর লেখা চিঠিটি খুলে পুরনো স্মৃতি হাতড়াচ্ছে। যেখানে তাদের ছেলেবেলা কেটেছে। যেখানে দীপ্ত আর অন্তীর অপূর্ণ ভালোবাসার কথা লিখে পাঠিয়েছিলো দীপ্ত।
তিয়াষীত হৃদয় (উপন্যাস)
স্বামী স্ত্রীর অটুট ভালোবাসায় ঘেরা এই উপন্যাসটির ভেতর আরো আছে ভাই বোনের মধুর সম্পর্ক। এবং তিয়াস ও তার মায়ের অকৃত্রিম ভালোবাসার অনবদ্য গল্প। যা পাঠক হৃদয়কে আলোড়িত করবে।