নিউ ইয়র্কে ঈদ উদযাপনে আলো ঝলমল জ্যাকসন হাইটস
নিউ ইয়র্ক প্রতিনিধি : ঈদের সাজে সেজেছে নিউ ইয়র্কের এক টুকরো বাংলাদেশখ্যাত জ্যাকসন হাইটস। বাংলাদেশি অধ্যুষিত এ এলাকায় ঈদ উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জায় সাজিয়েছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর কর্মকর্তারা। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। আলোকসজ্জায় লেখা স্বাগতম জ্যাকসন হাইটস বা ওয়েল কাম জ্যাকসন হাইটস এ লেখার নিচে......