October 7, 2024 - 7:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান মেধাবী শিক্ষার্থীদের

বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান মেধাবী শিক্ষার্থীদের

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণীসহ প্রথম স্থান অর্জনকারী ৯৬ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ প্রদান করা হয়েছে। ৩০ জানুয়ারি রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী এ শিক্ষার্থীদের স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বঙ্গবন্ধুর নামে স্বর্ণপদক চালু করায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, প্রায় চার যুগেরও অধিক সময় ধরে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান ও বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে অগ্রণী ব্যাংক।

আগামীতেও রাজশাহী বিশ^বিদ্যালয়ের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য ১৯৬৫ সালে অগ্রণী ব্যাংকের পূর্বসূরি তৎকালীন হাবিব ব্যাংক রাজশাহী বিশ^বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের জন্য ‘হাবিব ব্যাংক স্বর্ণ পদক’ নামে একটি পদক চালু করে যা ১৯৮৯ সাল থেকে প্রতি বছর অগ্রণী ব্যাংক স্বর্ণপদক নামে প্রদান করা হয়। পরে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক’ নামকরণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ