তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগ নির্মুল করার লক্ষে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানগুলোতে কাজ শুরু হয়েছে। দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগী ধরা পড়েছে। এর মধ্যে মৌলভীবাজার দেশের রেড জোনে রয়েছে।চা বাগান অধ্যুষিত এলাকা থাকায় মৌলভীবাজার রেড জোনে অবস্থান করছে।
“এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দি কনসোলিটেড টি এন্ড ল্যান্ডস বাংলাদেশ লিমিটেড (ফিনলে) ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে বাগানগুলোতে কাজ শুরু করছে।
আজ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বালিশিরা হাসপাতাল প্রাঙ্গণে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের আয়োজন করা হয়। প্রথমে রেলির মাধ্যমে দিবসটি শুরু করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী লিটন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বালিশিরা মেডিক্যাল ডিপার্টমেন্টের ইনচার্জ ডা. নাদিরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত করেন।
অনুষ্ঠানের শেষে ১শ’জন কুষ্ঠ রোগীকে কম্বল ও ৫ জনকে ছাগল বিতরণ করে সহায়তা করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০