December 6, 2025 - 1:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশশার্শার স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরে দিনে দুপুরে চুরি

শার্শার স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরে দিনে দুপুরে চুরি

spot_img

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরের ডা. জাহিদ হাসানের কক্ষে দিনে দুপুরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রবিবার ১২ টা থেকে ১ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডা. জাহিদ হাসান।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরের ৪ নম্বর কক্ষে দীর্ঘ তিন বছর ধরে বসবাস করছেন ডা. জাহিদ হাসান। তিন বছরের মাথায় এই প্রথম বারের মতো এমন একটি চুরির ঘটনায় রীতিমত চমকে উঠেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার দিন সকালে ডা, জাহিদ হাসান নিজ কক্ষ থেকে চেম্বারে গিয়ে তিনি ১ টার দিকে ঘরে ফিরে দেখতে পান ঘরের দরজা খোলাসহ প্রয়োজনীয় আসবাবপত্র ছড়ানো ছিটানো রয়েছে। পরবর্তীতে দেখতে পান আলমারীতে থাকা গলার ও কানের স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় দামি দামি জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাটি পুলিশকে জানান। ঘটনাটি জানতে পেরে শার্শা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ডা. জাহিদ হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো সিসি ক্যামেরা থাকতেও সরকারি দপ্তরে কিভাবে চুরির ঘটনা ঘটলো বিষয়টি খুবই রহস্যজনক। তবে ডক্টর ডমিডরের সাথেই পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি কাজ করছে না। দীর্ঘদিন ধরে ক্যামেরা অচলাবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। এ সুযোগে একটি চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

শুধু তাই না, একটি ক্যামেরা ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চারিদিকে অন্যান্য সিসি ক্যামেরা সচল থাকলেও প্রতিনিয়ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সোনার গহনা, টাকা পয়সাসহ প্রয়োজনীয় মালামাল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট কোন সদুত্তর নেই।

চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, চুরির ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি সিসি ক্যামেরা রয়েছে। তবে পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি অচল। ওটি আমাদের না।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত চলছে। এখনো কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...