নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় ফাইনাস টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ৭টা ২৬ মিনিটে।
তিনি আরো জানান, পুরানা পল্টনের ৩৭/২ কালভার্ট রোডে ফায়েনাজ টাওয়ারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটির ১৫তলায় আগুন আগে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও তিনি।