তিমির বনিক : মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে অর্ধশতাধিক ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাদিপুর ইউনিয়নের মো. গৌছ আলীর ছেলে মো. কামাল মিয়া (২৬) ও একই ইউনিয়নের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯)।
থানা সূত্রের বরাত দিয়ে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।