মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সংঘাত-সংঘর্ষ ছাড়াই শেষ হলো যশোরের ৮ উপজেলা পরিষদের নির্বাচন। সর্বশেষ গতকাল বুধবার ৫জুন কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে যশোর সদর উপজেলায়। দুই-একটি স্থানে ভয়-ভীতি দেখানোর অভিযোগ থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে আটটি উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ বলছেন, ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং ২ বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রক্তপাত হলেও উপজেলা নির্বাচনে সংঘাত-সংঘর্ষ হয়নি।
সরেজমিনে আটটি উপজেলা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ভোট দেওয়ার জন্য নারীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভোট কেন্দ্রের কর্মকর্তাদের ভাষ্য, নারীরা ইভিএমের ব্যবহার সম্পর্কে অতোটা বুঝতে না পারায় তাদের ভোট দিতে দেরি হয়। এছাড়া অনেক বয়স্ক নারীর আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে দেরি হওয়ার আরো একটি কারণ।
যশোর জেলা সব উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ৮টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হয়েছে। মানুষ নির্বিঘে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাননি।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোট অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে , কোথাও কোনো সমস্যা হয়নি বলে তিনি জানান।