নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩ টির দর বেড়েছে, ১৩৮ টির দর কমেছে, ১৭৮ টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সূচকের সামান্য উত্থানে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ২.৮৫ পয়েন্ট। কিন্তু সূচক বৃদ্ধির তুলনায় লেনদেন কমেছে তার চেয়ে বেশি। আজ লেনদেন কমেছে প্রায় ২২৯ কোটি টাকার বেশি। লেনদেনের পতনেও বিমা খাতের দখলে রয়ে গেল এক তৃতীয়াংশ লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম গুরুত্বখাত হিসেবে পরিচিত বিমা খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে হাঁটছে। অর্থাৎ আজও লেনদেন বৃদ্ধির নেতৃত্বে বিমা খাত। আজ জবিন বিমা ও সাধারণ বীমা খাতে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৬৬ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২৬.৪২ শতাংশ।
এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.২৮ শতাংশ।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৭.৭৭ শতাংশ।
পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। আজ এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৭.৩৭ শতাংশ।