November 24, 2024 - 3:45 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতবগুড়ার স্ত্রী-সন্তান হত্যায় স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা, খোঁজ মেলেনি শিশুর খন্ডিত মাথার

বগুড়ার স্ত্রী-সন্তান হত্যায় স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা, খোঁজ মেলেনি শিশুর খন্ডিত মাথার

spot_img

বগুড়া প্রতি‌নি‌ধি: বগুড়ায় আবাসিক হোটেলে বাবার হা‌তে খুন হওয়া ১১ মা‌সের শিশু আব্দুল্লা‌হেল রা‌ফির খ‌ন্ডিত মাথা এখনও মে‌লে‌নি। পু‌লিশ আসামী আজিজুল হক‌কে সা‌থে নি‌য়ে শহরের চেলোপাড়া এলাকার করতোয়া নদীতে শিশুটির সেই মাথা উদ্ধারে কাজ করছে পুলিশ।

এর আগে গত শ‌নিবার দুপু‌রে পু‌লিশ শহ‌রের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে আশামনি ও তার ১১ মাস বয়সী ছেলে আব্দুলাহেল রাফির গলাকাটা লাশ উদ্ধার করে। তবে রাফির মাথা নিখোঁজ ছিল। ঘটনার পরপরই পু‌লিশ ঘটনার সা‌থে জ‌ড়িত আজিজুল হক‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়। প‌রে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল হক ও শ্বশুর হামিদুল হকের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় এক‌টি হত‌্যা মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে দুই থেকে তিনজনকে। গতকাল রোববার দিবাগত রাতে আজিজুলের শ্বশুর আশাদুল ইসলাম বাদী হয়ে বগুড়ার শাজাহানপুর থানায় এই মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই হাসান হাফিজুর রহমান জানান, এই মামলায় দুই আসামী গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হত্যার কথা স্বীকার করেছেন।
আশামনির স্বামী আজিজুল হক সেনা সদস্য হিসেবে চট্টগ্রামে চাকরি করেন। তি‌নি বগুড়ার ধুনট উপজেলার হেউট গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আজিজুল হক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে শুভেচ্ছা আবাসিক হোটেলে রুম ভাড়া করেন। ওই সময় তমা ও মিরাজ পরিচয়ে হোটেলে ওঠেন। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ।

স্বজনরা জানায়, প্রায় তিন বছর আগে আজিজুলের সাথে বিয়ে হয় আশা মনির। রাফির জন্মগ্রহণের পর থেকে আশা তার বাবার বাড়ি নারুলীতে থাকেন। এর মধ্যে দুই মাসের ছুটিতে বাড়ি আসেন আজিজুল। ছুটি শেষে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার কথা তার। কিন্তু এর মধ্যে সন্ধ্যা সাতটার দিকে বনানীর ওই হোটেলে ওঠেন তারা। পরে রাত সাড়ে নয়টার দিকে হোটেল থেকে বের হন আজিজুল। পরে তার বউ ও ছেলে হারিয়ে গেছে বলে শ্বশুরকে সাথে নিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখঁজি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান হাফিজুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল জানিয়েছেন রাফির মাথা কেটে করতোয়া নদীতে ফেলে দিয়েছেন। অনেক খোঁজাখুঁজি করে মাথার সন্ধান পাওয়া যায়নি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তি‌নি আরো ব‌লেন, এজাহা‌রে পা‌রিবা‌রিক কলহ এবং‌ যৌতুকের টাকা লেন‌দে‌নের বিষয়‌টি উল্লেখ করা হ‌য়ে‌ছে।

এদিকে, হত্যার কারণ সম্পর্কে আশামনির খালা মাফিয়া দাবি করেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য আশামনিকে চাপ দেয়া হচ্ছিল। আশার বাবা এ পর্যন্ত ৫ লাখ টাকাও দিয়েছেন। আরও এক লাখ টাকা দাবি করে আজিজুল। এই টাকা না পাওয়ার জেদেই ওদের মেরে ফেলেছে।

আশা মনির বাবা আশাদুল ইসলাম জানান, আমার মেয়েকে ও নাতিকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আজিজুলের ফাঁসি চাই।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নতুন র‍্যানসমওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: ‘ইয়ামির’ নামের একটি নতুন র‍্যানসমওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি’র গ্লোবাল ইমারজেন্সি রেসপন্স টিম। হামলাকারীরা কর্মীদের তথ্য চুরি করে এই র‍্যানসমওয়্যারটি ব্যবহার করছে। ইয়ামির’তে...

মুক্তির তৃতীয় সপ্তাহে ‘ভুল ভুলাইয়া-৩’ আয় ২৩ কোটি ৩৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক : বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছিল। মুক্তির পর তার প্রতিফলন দেখা গেছে...

১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিসিএস ক্যাডার ও নন–ক্যাডার মিলে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে ১২...

রিং সাইন টেক্সটাইলসের পর্ষদ সভা ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা...

সাউথইস্ট ব্যাংকের ১৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক,ক্ষুদ্র উদ্যোক্তা সহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক খুলনা; টাঙ্গাইল; শরীয়তপুর;...

নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার...

ইবনে সিনার ৬৩ শতাংশ লভ্যাংশ অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানীর চেয়ারম্যান কাজী...

ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্বপ্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইজেনারেশনের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’...