নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পসের পরিচালনা পর্ষদ আনুসাঙ্গিক উৎপাদনের জন্য নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন লাইন কোম্পানিটির কারখানা নরসিংদির শিপপুরে স্থাপন করা হবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির নতুন প্রকল্পে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। কোম্পানিটি ব্যাংক ঋণ নিয়ে প্রকল্পের ব্যয় মেটাবে।
কোম্পানিটি আশা করছে, এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর কোম্পানির নেট বিক্রয় হবে ২১ কোটি ৯৪ লাখ টাকা। আর নেট মুনাফা হবে ৪৪ কোটি টাকা।