শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সভাপতি মাকসুদুর রহমান জুনায়েদ’র সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আনদোলন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী মো.ওয়েজ কুরনী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলার শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম, ইসলামী ছাত্র আনদোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মো. আসাদুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করতে হবে এবং যারা এই বিতর্কিত পাঠ্যক্রম প্রণয়নে জড়িত তাদের শাস্তির আওতায় জোর দাবী জানান।