নিজস্ব প্রতিবেদক : ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ হিসাবছরের জন্য ইউনিটহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। যার পুরোটাই নগদ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ০৮ পয়সা।
বাজার-মূল্যে (Market Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ১৪ পয়সা।
আলোচিত সময়ে ফান্ডটির নীট আয় হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৯১০ টাকা।
ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।