নিজস্ব প্রতিনিধি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৯টি কোম্পানির ৭ কোটি ৯২ লক্ষ ১১ হাজার ৯৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৯ কোটি ৬২ লক্ষ ৮১ হাজার ৭৬৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭.৫৮ পয়েন্ট বেড়ে ৬২৬৩.৫১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৩৭ পয়েন্ট বেড়ে ২২১১.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৫০ পয়েন্ট বেড়ে ১৩৬৫.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, বসুন্ধরা পেপার, সী পার্ল বীচ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, বীকন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মনোস্পুল পেপার, ওরিয়ন ইনফিউশন, জেমিনী সী ফুড, ঢাকা ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, বীকন ফার্মা, ন্যাশনাল হাউজিং ও তাক্কাফুল ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেট্রো স্পিনিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, লুব-রেফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইটিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৫৭৭৮২২২৩২৮৫৬.০০।