সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা নিজ গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে এ অনুষ্ঠানে ওয়াটা কেমিক্যালের চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নিউ মার্কেট বায়তুল জামে মসজিদের খতিব হাসান জামিল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, থানার ওসি হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবু ডাক্তার সেলিম রেজা মজিবর মন্ডল চৌহালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা হাফেজ তাকরিমকে ক্রেষ্ট ৫০হাজার টাকা ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।