নিজস্ব প্রদিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের গ্রামীনফোন লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এদিকে সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) গ্রামীনফোনের ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ২৩ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৩৪ পয়সা।
২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীনফোন লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৫৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীনফোন লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ০৪ পয়সা। আলোচ্য বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।