আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্যারাসুট তেল, জনসন ও কুমারিকাসহ বিভিন্ন নকল পণ্য বিক্রির অপরাধের চুয়াডাঙ্গায় এক প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেকড়ালতা মোড় ও সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
ভিযান শেষে তিনি বলেন, সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ বজার ও শেকড়াতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল ভেজাল পণ্যের ডিলারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। নীলমণিগঞ্জ বাজারে নকল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ বিভিন্ন নকল ভেজাল পণ্য দোকানে সাপ্লাই দেয়া হচ্ছে এমন খবর পাওয়া যায়। সেখানে তড়িৎ ঘটিতে অভিযান চালিয়ে নকল ভেজাল বিভিন্ন পণ্যসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে শেকড়াতলা মোড়ে মুল ডিলার জানিফ হাসানের বাসায় অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদে তিনি নকল ভেজাল পণ্য বিক্রির কথা স্বীকার করেন। ওই অপরাধে নকল ভেজাল পণ্যের ডিলার জানিফ হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত নকল ভেজাল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ অন্যান্য নকল পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।
সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চালানো অভিযানে সহযোগিতায় ছিলেন এস আই হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।