December 24, 2024 - 12:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমকর্ণফুলীতে স্যানিটারী ইন্সপেক্টরের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়িরা!

কর্ণফুলীতে স্যানিটারী ইন্সপেক্টরের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়িরা!

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্মরত স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিভিন্ন রেস্টুরেন্ট, বেকারি ও চায়ের দোকানে স্বাস্থ্য পরীক্ষার নামে ভুয়া স্বাস্থ্যসনদ প্রধানসহ উপজেলার কয়েক শতাধিক দোকানপাট ও হোটেল মালিকদের কাছ থেকে প্রিমিসেস লাইসেন্সের নাম দিয়ে রসিদ ছাড়া অর্থ নেয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে।

শুধু কি তাই, কর্ণফুলী পাঁচ ইউনিয়নের প্রায় চব্বিশটি বড় বড় খাদ্য কারখানাসহ তিন শতাধিক খাদ্যপণ্যের দোকানে তার মাসে মাসে চাঁদাবাজি। যাদের নিয়ে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছেন। খোদ ব্যবসায়িরাই বলেছেন, মাসিক তার চাঁদার পরিমাণ নাকি লাখ লাখ টাকা।

জানা যায়, হোয়াটসঅ্যাপে ‘কর্ণফুলী ফুড এন্ড বেকারি এসোসিয়েশন’ নামে একটি গোপন গ্রুপ খোলা হয়েছে। যে গ্রুপের মাধ্যমে তিনি সবাইকে ম্যাজিস্ট্রেট আসার আগাম খবর জানান। কর্ণফুলীতে খাদ্য পরিদর্শকের কোন ম্যাজিস্ট্রেট কিংবা উপজেলা প্রশাসন অভিযানে বের হলে আগেই তিনি ওই গ্রুপে গোপনে খবর দিতেন অমুক বাজারে ম্যাজিস্ট্রেট যাচ্ছে। এ ধরনের বেশ কিছু স্কিনশট প্রতিবেদকের হাতে এসেছে। যে গ্রুপে কর্ণফুলীর স্যানেটারি ইন্সপেক্টর তাঁর দুটি নম্বর দিয়েই তথ্য আদান প্রদান করতেন।

এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে কর্ণফুলীর বড় বড় যে সব খাদ্য কারখানা ও প্রতিষ্ঠানগুলোর মালিক যুক্ত রয়েছেন। সে সব প্রতিষ্ঠানগুলোর নাম হলো-মাসুদ এগ্রো (বাংলাবাজার ঘাট), কিষোয়ান (কর্ণফুলী), বনফুল (মইজ্জ্যারটেক-ব্রিজঘাট), জে.বি. ওয়েল (চরপাথরঘাটা), স্মার্ট গ্রুপ (বোর্ড বাজার), নুর সুইটস (মইজ্জ্যারটেক), তিস্তা ফুড (তোতার বাপের হাট), মিষ্টিমেলা (সিডিএটেক) রসালো (সৈন্যেরটেক), ইয়াছিন বেকারি (কর্ণফুলী) , হাসান বেকারী (জুলধা পাইপের ঘোড়া), ফ্রেশ এ্যান্ড সেইফ (ব্রীজঘাট), বগুড়ার দই (মইজ্জ্যারটেক), আধুনিক বেকারী (কলেজবাজার), বার আউলিয়া বেকারী (কর্ণফুলী), আনোয়ার বেকারী (মাষ্টার হাট), ইলিগান বেকারী (টুলবক্স), হোসেন ফুড (সৈন্যেরটেক), আয়েশা বেকারি (খুইদ্যারটেক), মায়ের দোআ (কর্ণফুলী), আলিফ বেকারি (বিএফডিনি রোড), নয়ন বেকারি (তোতারবাপের হাট), আনোয়ার পুষ্টি বেকারি (টুলবক্স), টুস্টার বেকারি (কালাইয়্যার দোকান), কর্ণফুলী বেকারি (ওভারব্রিজ) ও নুরী বাবা বেকারি (বোর্ড বাজার)।

এছাড়াও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য মিলে গত ১৬ ডিসেম্বর উপলক্ষে তিনি গ্রুপের সবার কাছ থেকে দুই হাজার করে চাঁদা নিয়েছেন। যা তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটিং স্কিনশটে প্রমাণ রয়েছে। গত কয়েকদিনে উপজেলার ব্যবসায়িরা স্থানীয় সাংবাদিকদের স্যানোটারী ইন্সপেক্টরের এসব চাঁদাবাজির বিষয়ে তথ্য দিলে। গ্রুপে এসে ক্ষোভ প্রকাশ করেন সেই স্যানোটারী ইন্সপেক্টর।

সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারী সকাল ১০টা ৫২ মিনিটে মনোয়ারা বেগম হোয়াইটঅ্যাপ গ্রুপে এসে লিখে দেন, “আমি চলে গেলে অন্যজন আসবে। বিএসটিআই আসবে। ভোক্তাধিকার আসবে। পরিবেশ আসবে। ফায়ার সার্ভিস আসবে। ভ্যাট আসবে। অবশেষে শহর থেকে নিরাপদ খাদ্য অফিসার আসবে। উনারা সবাই আমার কাছে লিষ্ট চাচ্ছে। আমি দিয়ে দিব। আমি মোবাইল কোর্টে নাই বা থাকলাম। এবার আপনাদের জবাবদিহিতা আপনারা করেন আমার সমস্যা নেই।”

অনুসন্ধানে আরও তথ্য মিলে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটির দিনে কর্ণফুলী এলাকার জুলধা জামতলা বাজারের শতাধিক দোকান থেকে প্রিমিসেন্স লাইসেন্স করানোর নামে ৫০০ টাকা করে চাঁদা তুলে নিয়ে গেছেন স্যানেটারি অফিসার মনোয়ারা বেগম ও তার ছোট ভাই মো. রায়হান। রায়হানের মুঠোফোনে কল করে সে বিষয়ে জানতে চাইলে সে কথা বলতে নারাজ।

অথচ ওই দিনের চাঁদাবাজি থেকে বাদ যায়নি চায়ের দোকান, ফকিরনিরহাটের লাক্সারি নামের কুলিং কর্নারও। এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে পুরো জামতলা বাজার জুড়ে। অনেকেই বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন।

এ বিষয়ে জামতল বাজার সমিতি সভাপতি মো. সেলিম ও সম্পাদক মো. মনির বলেন, ‘দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে গেছে বিষয়টি সত্য। আমাদেরকে সব দোকানদার বলেছেন। একটা ছেলে ও মনোয়ারা বেগম টাকা তোলে নিয়ে গেছেন। এর আগেও প্রায় সময় সে নিজে এসেও টাকা নিতেন। আমরা দোকানদারদের সাথে বিষয়টি নিয়ে বৈঠকে বসবো। তারপর প্রয়োজনে লিখিত অভিযোগ দেবো।’

তথ্য বলছে, স্যানিটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম ২০১৯ সালে থেকে কর্ণফুলী উপজেলায় কর্মরত। সে সুবাধে গত ৬ বছর ধরে সে একই উপজেলায় অনিয়মে জড়িত। যদিও তার কর্মপরিধির মধ্যে রয়েছে, উপজেলা ভিত্তিক খাদ্য স্থাপনা পরিদর্শন, দৈনন্দিন রিপোর্ট প্রদান, খাদ্য নমুনা সংগ্রহ ও ল্যাবে প্রেরণ, নমুনা ভেজাল হলে আদালতে মামলা দায়ের, পঁচা-বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ এবং ধ্বংস করা, সংক্রামক ছোঁয়াচে রোগের কারণ অনুসন্ধান, স্কুল ও কমিউনিটিতে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা ইত্যাদি।

কিন্তু তিনি সেই দায়িত্ব পালন না করে উপজেলার বিভিন্ন হোটেল ও বেকারিতে গিয়ে কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ দেখানো এবং লাইসেন্সের কথা বলে মালিকদের কাছ থেকে রসিদ ছাড়া মোটা অংকের টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এই স্যানেটারী ইন্সপেক্টরকে আবার ব্যবসায়ীদের অনেকেই ম্যাজিস্ট্রেট হিসেবে জানেন। কারণ তার হাবভাব এমন যে তিনিই যেন মহা কিছু।

সরেজমিনে উপজেলার কয়েকটি বাজারে গেলে কর্ণফুলীর দোকানদারগণ জানান, ‘মাসের শেষদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলীতে স্যানিটারী ইন্সপেক্টর ও রায়হান নামে এক কিশোর পুরো উপজেলার প্রতিটি দোকান-কারখানা চষে বেড়ান। আদায় করেন মাসোহারা। চাঁদা না দিলে ভয় দেখানো হয় ম্যাজিস্ট্রেটের। নয়তো হয়রানি ও মামলা।

যে কারখানা বা দোকান প্রতিষ্ঠান তার চাহিদা মতো মাসিক চাঁদা দিতে রাজি হবে না। সে প্রতিষ্ঠানকে টার্গেট করে অভিযান চালান তিনি। উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে স্পটে নিতে না পারলে, পরে নিরাপদ খাদ্য কতৃপক্ষের ম্যাজিস্ট্রেট এনে হানা দেন তিনি। জরিমানা করে বসেন লাখ লাখ টাকা। স্যানিটারী ইন্সপেক্টরের এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে কর্ণফুলীর সাধারণ ব্যবসায়ীরা। তার ভয়ে কেউ মুখ খোলার সাহসও পাচ্ছে না।

প্রতিবেদকের অনুসন্ধানে আরো বেরিয়ে আসে গত বছরের ১২ ডিসেম্বর কর্ণফুলীর বহু সমালোচিত এই স্যানিটারী ইন্সপেক্টরের তথ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান নূর সুইটস প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। যার মামলা নম্বর-০৮/২০২৩ (কর্ণফুলী)। দোষি ব্যক্তি নূর সুইটস এর ম্যানেজার বাঁশকালী উপজেলার ফরিদ আহমেদ এর ছেলে মো. রাজীব।

তখন মনোয়ারা বেগম কর্ণফুলী উপজেলায় স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন বলে অভিযানে নিশ্চিত করেন। কিন্তু বিপত্তি বাঁধে যখন অভিযান শেষে আদালতে প্রসিকিউটরের প্রসিকিউশন যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব স্যানিটারি ইন্সপেক্টর মো. ইয়াছিনুল হক চৌধুরীর নামে। যিনি সিটি কর্পোরেশন এলাকার বাহিরে গিয়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করার এখতিয়ার (ক্ষমতা) রাখেন না। যদিও এই বিষয়ে মো. ইয়াছিনুল হক চৌধুরী তখন জানিয়েছিলেন, এ ধরণের কোনো প্রসিকিউশন তিনি আদালতে দায়ের করেননি। যেহেতু কর্ণফুলী উপজেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না।

চৌধুরী আরও জানিয়েছিলেন, ‘উপজেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ ও আদেশ ক্রমে গেজেটভুক্ত হয়ে যে স্যানিটারি ইন্সপেক্টর দায়িত্ব পালন করেন। তিনিই এ ধরণের অপরাধের বিষয়ে প্রসিকিউশন দায়ের করবেন। ডিসিআর-এ তার নাম থাকবে। এখানে আমার নাম কিভাবে দিয়েছেন আমি জানি না।’

জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষ সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের নিয়ম অনুসারে ডিসিআর-এ স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টর বা পুলিশের পরিদর্শক/উপপরির্দক সমমর্যাদার কারো নাম থাকে। যেহেতু এটি নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট আইনের দণ্ডবিধি। তাই স্থানীয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরই প্রসিকিউটর (অভিযোগকারী/বাদী) হবেন। তবে ওই দিনের ডিসিআর-এ প্রসিকিউটর কেন জনৈক মো. ইয়াছিনুল হক চৌধুরী। সে প্রশ্ন এখনো অধরা।

জানতে চাইলে মইজ্জারটেক নূর সুইটস এর মালিক সালাউদ্দিন বলেন, ‘স্যানেটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম ম্যাজিস্ট্রেট আসলে আগাম খবর দিবেন (হোয়াটস আ্যাপ গ্রুপে) বলে মাসে মাসে সবার কাছ থেকে টাকা নেন। আমরা ওর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছি। এছাড়াও কোনো দোকানে ৫ জন স্টাফ থাকলে তাঁদের বাৎসরিক স্বাস্থ্যগত সনদ লাগবে বলে ৭/৮ হাজার টাকা নিয়ে যেতেন তিনি। সব খাবার দোকানদারদের সাথে এ রকম করছে।’

নূর সুইটস মিষ্টান্নের মালিক ও ম্যানেজার রাজীব আরও বলেন, ‘সে আগে প্রতিমাসে টাকা নিতো। একটা ছেলের মাধ্যমে। কর্ণফুলীতে যতগুলো বেকারি ও মিষ্টির দোকান আছে বছরের পর বছর সবার থেকে এই রকম টাকা নিয়ে যায়। এছাড়াও কাগজপত্র লাইসেন্স ঠিক করার নামেও বড় অংকের টাকা নেন। মাঝে করোনার কারণে ব্যবসা তেমন ভালো ছিলো না। তখন কিছুদিন আমরা টাকা দিতে পারিনি। ওই কারণে নূর সুইটসকে দুইবার ম্যাজিস্ট্রেট এনে জরিমানা করাইছে। দুইবারে ৪ লাখ টাকা। এরপর এক লাখ টাকা। এ মাসে আবারো ১ লাখ টাকা জরিমানা করেছেন।’

পুরাতন ব্রিজঘাট মিষ্টি মেলার মালিক জানে আলম বলেন, ‘স্যানেটারী ইন্সপেক্টর আমার দোকানের স্টাফদের স্বাস্থ্য সনদ লাগবে বলে কয়েকবার টাকা নিয়েছেন। আর খবর নেই।’

এসব চাঁদাবাজির বিষয়ে স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোন চাঁদাবাজি করি না। আপনি চাইলে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলামের সাথে কথা বলতে পারেন। আর নূর সুইটস এর উপর আল্লাহর গজব পড়বে। সে কী বলতে পারবে তাঁর কাছে কখনো টাকা চাওয়া হয়েছে।’

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নাওশেদ রিয়াদ বলেন, ‘লাইসেন্স চেক করা উনার কাজ নয়। আপনাদের কাছে যা তথ্য প্রমাণ আছে তা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। কতৃপক্ষ অবশ্য ব্যবস্থা নেবে।’

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ‘আমি এ বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। স্যানিটারী ইন্সপেক্টরের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ বা প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম চৌধুরী বলেন, ‘নিরাপদ খাদ্য পরিদর্শকের কোন ধরনের অনিয়ম করার সুযোগ নেই। ভুক্তভোগী বা ব্যবসায়িদের লিখিত অভিযোগ দিতে বলেন। আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবো।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘কেউ এ বিষয়ে ক্যাশে টাকা নেওয়ার সুযোগ নেই। স্যানেটারী ইন্সপেক্টরের কাজ এসব নয়। এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

এসকে ট্রিমসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায়...

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে: বিএনপি নেতা আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাষানী শেখ মুজিবুর রহমানকে...

দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট

কর্পোরেট ডেস্ক: ‘সেবার প্রত্যয়ে আমরাই এগিয়ে’ এই স্লোগানে দেশব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ- ২০২৪’ কর্মসূচী শুরু করেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।...

‘ঐতিহ্য’-এর নতুন উদ্যোগ: ‘বিনামূল্যে বই নিন, বই পড়ে ফেরত দিন’

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।...

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া...

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে ২৩০০ কোটি টাকার লেনদেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের নামে...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে ঢাকার চিঠি: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে...