September 20, 2024 - 7:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমবন্দির জন্য মোবাইল এনে বরখাস্ত হলেন কারারক্ষী

বন্দির জন্য মোবাইল এনে বরখাস্ত হলেন কারারক্ষী

spot_img

গাজীপুর প্রতিনিধি : কাশিমপুর কারাগারে দায়িত্ব পালন কালে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন এক কারারক্ষী। শুক্রবার (১ মার্চ) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে।

বরখাস্তকৃত কারারক্ষী হলেন-মো.মাহফুজ হাসান রনি।

কারাসূত্রে জানা যায়, প্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে কোন একজন বন্দির সাথে যোগাযোগ করে একটি স্মার্ট ফোন দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে কারারক্ষী রনির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে থেকে কালো কসটেপ মোড়ানো একটি মোবাইল ফোন ও ইউএসবি চার্জার উদ্ধার করা হয়।

কারা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ