বিনোদন ডেস্ক: বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস। রাখির গ্রেফতারের খবর বৃহস্পতিবার ট্যুইট করে জানান শার্লিন চোপড়া। গতকাল দিনদোশি আদালতে রাখির আগাম জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেফতার করে মুম্বাইয়ের আম্বোলি থানা পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেফতার করেছে পুলিশ। রাখির গ্রেফতার হওয়ার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লিখেন, ‘ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে।’ পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেফতার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।
রাখি সাওয়ান্তকে গ্রেফতারের খবরটি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন শার্লিন চোপড়ার আইনজীবী সোহালি শরীফ।
গত বছরের শেষের দিকে বাকযুদ্ধে জড়ান রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া। রাখিকে নিয়ে শার্লিন চোপড়ার মন্তব্য ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব পড়েছে বলে দাবি করেন রাখি। তারপর ৫ নভেম্বর মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেন তার আইনজীবী। ৮ নভেম্বর রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।