গাজীপুর প্রতিনিধি : নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে তারই বন্ধুরা। হত্যার পর লাশ একটি পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় গেল রোববার দিবাগত রাতে।
নিহত হলেন-গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকার নুর নবীর ছেলে হোসেন আলী (২২)।
পুলিশ জানায়, হোসেন আলী এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। মাঝে চাকরি ছেড়ে দিয়ে বেকার ছিলেন। তবে মাঝে মধ্যে তার পিতার কাজে সহযোগিতা করতেন বলে জানা গেছে। তার কোনো কাজ না থাকায় এলাকার বখাটে বন্ধুদের সঙ্গেই তার চলাফেরা ছিল। এক সঙ্গে চলফেরা করতে গিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদের ঘটনাও ঘটে। পূর্ব বিরোধের জের ধরে তারই কিছু বখাটে বন্ধু গতকাল রাত ১০ দিকে তার বাড়িতে গিয়ে নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে আসে। রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে থেকে দেখেন এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায়, কানে, ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ আরো জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিত ভাবে তার বন্ধুরা কৌশলে তাকে ডেকে নিয়ে হত্যা করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন বন্ধুকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।