September 20, 2024 - 7:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমউল্লাপাড়ায় মাদ্রাসার দুই পদে অর্ধকোটি টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ

উল্লাপাড়ায় মাদ্রাসার দুই পদে অর্ধকোটি টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ

spot_img

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালীবেড় দাখিল মাদ্রাসায় ২টি পদে মাদ্রাসার সুপার শফিক উদ্দিন ও সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে।

জানাজায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) গোপনে সকাল ৯টায় নিয়োগ বানিজ্যের অর্থ ভাগাভাগি করে নিরাপত্তা কর্মী ও আয়া পদে দুই জনকে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে মাদ্রাসায় তালা লাগিয়ে চলে যায় সুপার ও সভাপতি।এবং প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে অযোগ্য ও পছন্দের পার্থীকে মনগরা ভাবে নিয়োগ দেয় সভাপতি ও সুপার।

নিরাপত্তা কর্মী পদে নাইম ইসলাম ও আয়া পদে রত্না খাতুনকে নিয়োগ প্রধান করেন অধ্যক্ষ শফিকুল ইসলাম ও সভাপতি সাইফুল ইসলাম।

এ নিয়ে বড় কোয়ালীবেড় এলাকায় সাধারণ জনগণ ও স্কুলের অভিভাবক সদস্যদের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা ঝর ।

সভাপতি ও সুপার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেও কথা বলতে পারে না বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, প্রায় অর্ধকোটি টাকার বিনিয়ে মাদ্রাসার দুটি পদে অযোগ্য প্রার্থীদের নিয়ে গোপনে মাদ্রাসায় সকাল ৯টায় তরীঘরি করে নিয়োগ কার্যক্রম শেষ করে মাদ্রাসা তালা দিয়ে চলে যান সুপার সফিক উদ্দিন ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম শামছুল আলম।

সাংবাদিকদের উপস্তিতি টের পেয়েই নাকি সটকে পরেন তারা। তাদের ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার ফোনদিলেও তারা ফোন রিসিভ করেন নাই।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ