মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি : মালদ্বীপে নির্মাণ কাজ করার সময় পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত ঢাকা, কেরানীগঞ্জের প্রবাসী বাংলাদেশি কর্মী মীরজাহান মিঞাকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ-সময় হাইকমিশনের প্রথম সচিব ও কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এ-সময় বাংলাদেশ হাইকমিশনার: তিনি অসুস্থ প্রবাসী মীরজাহান মিঞাসহ মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল প্রবাসীদের কে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান ও অসুস্থ প্রবাসীদের আশুরোগ মুক্তি কামনা করেন। এবং সকল প্রবাসীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, অসুস্থ মীরজাহান মিঞা দীর্ঘদিন যাবত পায়ের সমস্যা নিয়ে মালদ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার উদ্দেশে আগামীকাল ১৯ জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে যাবেন।