গাজীপুর প্রতিনিধি: ফের ভিভোর মোবাইল ফোনে বিস্ফোরণ হয়েছে। এবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় রাকিব হোসেনের ভিভো ওয়াই ২২এস (VIVO Y22S) মডেলের একটি মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে।
গাজীপুরে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে এক তরুণ দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাকিব জানান, তার ভিভো ফোন পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেছেন যে ডিভাইসটি মাত্র ১০ দিন আগে কেনা । ভিভো-এর মতো ব্র্যান্ডের একটি স্মার্টফোন যদি এইভাবে বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে আজকাল স্মার্টফোনগুলি কতটা নিরাপদ।
তিনি বলেন যে আমরা সম্ভবত আমাদের হাতে একটি জীবন্ত বোমা ধরে রেখেছি, যেটি যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে ।
বাংলাদেশে এ নিয়ে বেশ কয়েকবার ভিভোর ফোন বিস্ফোরণের ঘটনা ঘটল। ভিভো মোবাইল ফোন বাজারজাতকরণের শুরু থেকেই ব্যবহারকারীদের অভিযোগ কিছুক্ষণ ব্যবহারেই প্রচণ্ড গরম হয়ে যায় ফোন।
এর আগে হংকংয়ের একটি বিমানবন্দরে কারগো বিমানে তোলার আগে ভিভো স্মার্টফোনের চালানে আগুন লাগার ঘটনা ঘটেছে। কারগোতে তোলার আগে হ্যাঙ্গারে হঠাৎ করে একটি চালানে আগুন লাগে। ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপরই জানানো হয়, আপাতত ওই বিমানবন্দরে ভিভো ফোন পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
গত মাসে উত্তরপ্রদেশের বরেলিতে মোবাইলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে মৃত্যু হয়েছে ৪ মাসের একটি বাচ্চা মেয়ের। চলতি বছরের শুরুর দিকে আর একটি ঘটনায় মধ্যগগনে ইন্ডিগো ফ্লাইটে সফররত এক প্যাসেঞ্জারের মোবাইলে আগুন ধরার কারণে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।