December 23, 2024 - 9:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঅযত্নে অবহেলায় "মাধবকুন্ড" পর্যটক হারাচ্ছে

অযত্নে অবহেলায় “মাধবকুন্ড” পর্যটক হারাচ্ছে

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: পর্যটকদের অন্যতম আকর্ষণীয় একটি স্থান হচ্ছে মৌলভীবাজারের বড়লেখার পাথারিয়া পাহাড়ি অঞ্চলের মাধবকুণ্ড জলপ্রপাত। প্রতিদিনই স্থানীয় ও দেশের দূরদূরান্ত থেকে আগত পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে বেড়াতে আসেন। উৎসব-পার্বণে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায়। মাধবকুণ্ড জলপ্রপাতকে ঘিরেই তৈরি হয়েছে মাধবকুণ্ড ইকোপার্ক। কিন্তু টিলাধসসহ বিভিন্ন কারণে পার্কের বসার বেঞ্চ নষ্ট হয়েছে। পায়ে চলার পথের টাইলসও ভেঙে গেছে। শৌচাগারসহ অন্যান্য সুযোগ–সুবিধাও আধুনিক নয়। প্রায় এক দশকের মধ্যে মাধবকুণ্ড ইকোপার্কে পরিকল্পিত কোনো উন্নয়নকাজ হয়নি। এতে মাধবকুণ্ড ইকোপার্ক অনেক পর্যটকের কাছে অমনোযোগে আকর্ষণ হারাচ্ছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১০ বছরের মধ্যে মাধবকুণ্ড ইকোপার্কে আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। সর্বশেষ ২০১১ সালে মাধবকুণ্ড ইকোপার্কের জলপ্রপাত এলাকায় পর্যটকদের বসার জন্য অ্যালুমিনিয়ামের পাইপের ছয়টি বেঞ্চ ও তিনটি শেড তৈরি করা হয়েছিল। এখন আছে তিনটি বেঞ্চ। যেগুলো আছে, সেগুলোরও বসার পাইপ নেই। বেঞ্চ বসানোর এক বছরের মধ্যেই বেঞ্চের পাইপগুলো চুরি হয়ে যায়। এসব বেঞ্চে এখন পাইপের বদলে বাঁশ দেওয়া হয়েছে। এতে পর্যটকদের সেখানে বসার মতো কোন অবস্থা নেই।
এদিকে ২০১৬ সালে মাধবকুণ্ড জলপ্রপাতঘেঁষা একটি টিলা থেকে পাথরখণ্ড ও গাছপালা ধসে পড়ে। এ সময় বসার স্থান ও শেড নষ্ট হয়েছে। টিলাধসের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এগুলো আর মেরামত করা হয়নি। এরপর একাধিকবার টিলাধসের ঘটনা ঘটেছে। ইকোপার্কে পায়ে চলার পথে টাইলসের ওপর শেওলা জমেছে। কোনো কোনো জায়গায় টাইলস ভেঙে গেছে। বর্ষাকালে এসব টাইলস পিচ্ছিল হয়ে যায়। এতে পা পিছলে পর্যটকেরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। এ ছাড়া পুরো পার্কজুড়ে পর্যটকদের ব্যবহারের জন্য শৌচাগার আছে মাত্র একটি। সেটিও খুব একটা ব্যবহার উপযোগী নয়। ভালো শৌচাগার না থাকায় অনেক পর্যটকই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
২০১৩ সালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের অর্থায়নে শিশু ও পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য দুটি কটেজ করা হয়েছিল। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর ভাস্কর্য তৈরি করা হয়। বাড়তি আকর্ষণ তৈরিতে স্থানীয়ভাবে এ কাজটুকু করা হয়েছে।
স্থানীয় বিদ্যালয়ের স্কুলশিক্ষক আবেদ আহমদ বলেন, এখানকার সবচেয়ে খারাপ দিক হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতার অভাব। জলপ্রপাত এলাকায় পর্যটকদের বসার ও বিশ্রামের ভালো ব্যবস্থা নেই। অথচ প্রকৃতিকে রক্ষা করে পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে মাধবকুণ্ড জলপ্রপাতকে সাজানো যেত। ব্যবস্থাপনা ও পরিবেশ ভালো হলে আরও বেশি মানুষ এখানে বেড়াতে আসতেন। সরকারি রাজস্বও বাড়ত, স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হতেন। কিন্তু কর্তৃপক্ষ এখানে তেমন দৃষ্টি দিচ্ছে না।
স্থানীয় ক্রীড়া ধারাভাষ্যকার আমজাদ হোসেন বলেন, ‘প্রায় এক যুগে এখানে কোনো উন্নয়ন হয়নি। এটা নিয়ে পর্যটকেরা প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন। আমরা চাই, এখানকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন করা হোক, যেন মানুষ মাধবকুণ্ড এসে প্রশান্তি নিয়ে ফিরে যেতে পারে।’
বন বিভাগের বড়লেখা কার্যালয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধবকুণ্ড ইকোপার্ক থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা। এই ইকোপার্কে প্রতিদিন নানা বয়সের ২০০ থেকে ৫০০ পর্যটক আসেন। বিভিন্ন উৎসব বা লম্বা ছুটিতে এই সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। ২০০১ সালে প্রতিষ্ঠিত মাধবকুণ্ড ইকোপার্কের আয়তন ২৬৭ একর।
বন বিভাগের বড়লেখার রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, পর্যটকদের চাহিদার দিকটি বিবেচনায় রেখে বসার বেঞ্চ, শৌচাগার, গাইড ওয়াল তৈরির প্রজেক্ট নেওয়া হয়েছে। এ ছাড়া সড়কের টাইলস বিভিন্ন স্থানে ভেঙেছে। এগুলোও সংস্কার করা হবে। ২০২৩ সালেই এসব প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। তবে ইকোপার্কে জায়গা কম। যে কারণে শোভাবর্ধনকারী কাজে বেশি কিছু করার সুযোগ নেই। এরপরও পথের পাশে মহুয়া, বকুল, জারুল, সোনালুসহ বিভিন্ন জাতের শোভা বাড়ানোর গাছের চারা লাগানো হয়েছে। এগুলোতে ফুলও আসতে শুরু করেছে। প্রাকৃতিক ভাবে সৌন্দর্য বর্ধনে রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

এসকে ট্রিমসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায়...

খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে: বিএনপি নেতা আব্দুস সালাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাষানী শেখ মুজিবুর রহমানকে...

দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট

কর্পোরেট ডেস্ক: ‘সেবার প্রত্যয়ে আমরাই এগিয়ে’ এই স্লোগানে দেশব্যাপী ‘গ্রাহক সেবা সপ্তাহ- ২০২৪’ কর্মসূচী শুরু করেছে দেশের টেক জায়ান্ট ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।...

‘ঐতিহ্য’-এর নতুন উদ্যোগ: ‘বিনামূল্যে বই নিন, বই পড়ে ফেরত দিন’

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।...

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া...

সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ব্যাংক হিসাবে ২৩০০ কোটি টাকার লেনদেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের নামে...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে ঢাকার চিঠি: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে...