নিজস্ব প্রতিবেদক: আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৩৫.৬৭ পয়েন্ট। টাকা অঙ্কে লেনদেন বেড়েছে প্রায় দুইশত কোটি টাকার কাছাকাছি। আজকের লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। এককভাবে লেনদেনের নেতৃত্বেও রয়েছে এই খাতটি। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৮ কোটি ১০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৩৪ শতাংশ।
এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৯ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.০৬ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১১.৪১ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯১ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১০.৯৩ শতাংশ।