September 20, 2024 - 1:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইম৩০০ ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী গ্রেপ্তার

৩০০ ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী গ্রেপ্তার

spot_img

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশী করে ওই ইয়াবা উদ্ধার করেছেন।

বিজয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

গ্রেপ্তারকৃত হলেন- চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম (৫৯)। সে কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কারাকর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভিতরে প্রবেশ করতে যায়। এসময়ে নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশী করে। পরে তার ইউনিফর্মের প্যানের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পান। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ