December 29, 2024 - 3:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমকর্ণফুলীতে চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

কর্ণফুলীতে চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছর বয়সি এক তরুণীকে ভাড়া ঘরে আটকে রেখে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

গত বুধবার (৬ ডিসেম্বর) উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকার হাসনাত ভবনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ধর্ষকেরা এলাকার প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করায়, জানাজানি হয় পরে। তবে ঘটনার পরপরই জড়িতের গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের বড় বোন তসলিমা আক্তার (২২) কর্ণফুলী থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এজাহারে আসামিরা হলেন-শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের মনু মাঝির বাড়ির মৃত আবদুল গফুরের ছেলে মো. সেকান্দর (৩৮), পটিয়া উপজেলার দক্ষিণ মনসা গ্রামের দোস্ত মোহাম্মদ বাড়ির ইদ্রিসের ছেলে মো. নাঈম উদ্দিন (২৮) এবং আনোয়ারা উপজেলার বারখাইন বাদামতল এলাকার বজল বাড়ির মৃত আলী আকবরের ছেলে মো. মুছা (৪৭)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম নগরীর তুলাতলি এলাকায় এক ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি সে নগরীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ৩ ডিসেম্বর ভিকটিম তার কারখানার এক বান্ধবীকে কারখানার চাকরি করতে ভালো না লাগার কথা জানান। তখন ওই বান্ধবী ভিকটিমকে বান্ধবীর পরিচিত একজনের মাধ্যমে শিকলবাহা সূর্যের হাসি ক্লিনিকে চাকরির কথা দেন।

সে অনুযায়ী গত ৬ ডিসেম্বর ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম ও তার বান্ধবীর পরিচিত জনের মাধ্যমে সূর্যের হাসি ক্লিনিকে চাকরির আশায় নতুনব্রীজ এলাকায় আসলে ৩ নম্বর আসামি মুছা তাঁকে সিএনজি যোগে ঘটনাস্থলের তার ভাড়া বাসায় নিয়ে যান।

তখন তারা ভিকটিমকে হাত-পা বেঁধে তাঁর ইচ্ছার বিরুদ্ধে প্রথমে ওই বাসার কেয়ারটেকার ১ নম্বর আসামী সেকান্দর ধর্ষণ করেন। এর ৩০ মিনিট পর শিকলবাহা আব্দুল সোবহান মার্কেটের একটি থাই এ্যালুমিনিয়াম দোকানের কর্মচারী দুই নম্বর আসামি নাঈম উদ্দিন জোর পূর্বক ধর্ষণ করে।

পরে ঘটনাটি ওই এলাকার স্থানীয়দের নজরে আসলে এলাকার কয়েকশত লোক ভাড়াবাসাটি ঘেরাও করে। তখন পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলে পুলিশ এসে ভিকটিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করেন।

যদিও স্থানীয়দের দাবি ওই ভাড়া বাসার কেয়ারটেকার সেকান্দর প্রায় সময়ে সেখানে অসামাজিক কাজ করতেন। এর তিনমাস আগেও তাঁকে হাতেনাতে ধরতে না পারলেও এলাকার লোকজন সতর্ক করেছিলেন।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অপরাধে বুধবার রাতে ঘটনাস্থল থেকে দুইজন এবং পরে আরও একজনসহ মোট তিনজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন ফিরিয়ে আগামী ২০২৬‌ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয়...

‘টপ কমান্ডারদের’ বিচার একবছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত ‘টপ কমান্ডার’ বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়।...

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে...

রাষ্ট্র কর্তৃক আহতদের আশানুরূপ সুচিকিৎসা নিশ্চিত হয়নি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, অন্তবর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা...

ফ্রিজ, এসি-টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন...

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত...

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ (৩০)। তিনি...

টোলপ্লাজায় নিহত ৬: চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক...