নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬২টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে, ২১০টির দর অপরিবর্তিত রয়েছে এবং ২০টির লেনদেন হয়নি।
এদিকে গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ২৯ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৩ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা বা ২৯.০৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা।
ইস্টার্ণ হাউজিং লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে।যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে-বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২.৯৭ শতাংশ, নাভানা ফার্মার ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ৯.৭২ শতাংশ দর বেড়েছে।