তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: মন্নান গাজী এবং সত্যবান বাউরী উভয়ই সিআর (বন) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।
শ্রীমঙ্গল থানার অপর অভিযানে জিআর (শ্রী) মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে জিআর- (শ্রীঃ) মামলার পরোয়ানাভুক্ত আসামি গিয়াস উদ্দিন, জিআর মামলার সুমন পাল, নারী ও শিশু, পিটিশন-১৮০/২২ মামলার মাসেদা বেগম, জিআর (শ্রীঃ) টোটন মিয়া এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি তামজিদ ওরফে তাওহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রহরার মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।