January 1, 2026 - 8:38 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকদেশবিরোধী অপপ্রচার প্রতিরোধে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি

দেশবিরোধী অপপ্রচার প্রতিরোধে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি

spot_img

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: দেশবিরোধী অপপ্রচার রোধে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা প্যাট্রিয়টস অব বাংলাদেশ (পিওবি)। এ মর্মে সোমবার (ডিসেম্বর ২৯) সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনুসলেটে একটি স্মারকলিপি প্রদান করেছেন পিওবির নেতারা।

পিওপি চেয়ারম্যান আবদুল কাদের স্মারকলিপিটি বাংলাদেশের কনসাল জেনারেলের কাছে হস্তান্তর করেন। সিনিয়র সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

ভারতীয় টিভি চ্যানেলগুলি এক তরফা ভাবে দীর্ঘদিন যাবত বাংলাদেশে চলে আসছে। এই সুযোগে প্রচুর অর্থ মুনাফা করলেও প্রতিনিয়ত তারা বাংলাদেশ ও বাংলাদেশিদের সম্পর্কে বিষোদগারও করছে। তাদের অনেক অনুষ্ঠানই বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধের বিপরীত। অন্যদিকে ভারতে এমনকি কলকাতাতেও বাংলাদেশি টিভি চ্যানেলগুলি কখনোই দেখানো হয় না।

স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে আবদুল কাদের বলেন, ’এখন ভারতের ইউটিউবাররাও বাংলাদেশ বিরোধী প্রচারনায় লিপ্ত হয়েছে। তারা আমাদের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্বদের ব্যাপারে কটুক্তি করতে কার্পণ্য করছে না। তারা আমাদের সমাজকে অস্থিতিশীল করতে অব্যাহত ভাবে চেস্টা চালিয় যাচ্ছে। এদের প্রচারিত বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের তরুন সমাজকে বিপথ গামী করে তুলছে ও অপসংস্কৃতির প্রসার ঘটিয়ে চলছে। আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে এই যে হিংসাত্মক ঘটনা,সন্ত্রাস ও অস্থিরতা বাড়ছে এর পেছনেও রয়েছে ভারতীয় অপসংস্কৃতির প্রভাব।

তিনি বলেন,’আমরা জানি যে বর্তমানে হিন্দু মৌলবাদীরা ভারত শাসন করছে ও ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সেখানে দারুন ভাবে বিপন্ন। ভারতীয় হিন্দুত্ববাদীদের এই সব সন্ত্রাসী কর্মকান্ড যেভাবে দিন দিন বাড়ছে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেও এই সব ছড়িয়ে পড়তে বলে কাদের আশংকা প্রকাশ করেন।

সাংবাদিক ও কলামিস্ট চৌধুরী মোহাম্মদ কাজল বলেন, যেভাবে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারা হল এটা তো বাংলাদেশের সংস্কৃতি নয়। এমন ঘটনা অতীতে ভারতে অনেক বার ঘটেছে, কিন্তু বাংলাদেশে ঘটেনি। সংখ্যালঘুদের হত্যা করা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় গুড়িয়ে দেওয়া এগুলি ভারতে হয়। বাংলাদেশে কখনও এমন ঘটেনি। আমরা মনে করি ভারতীয় টিভি ও ইউ্টিউবারদের নিয়ন্ত্রন করতে না পারলে এইসব অপসংস্কৃতি ও হিংসাত্মক ঘটনা বাংলাদেশে আরও বাড়বে। তাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আবেদন এইসব অমানবিক অপকর্ম ও অপসংস্কৃতি বাংলাদেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আগেই কঠোর হস্তে দমন করা হোক।

তিনি বলেন, অতীতে বাংলাদেশ সরকার এ ব্যাপারে অনেক নমনীয়তা দেখিয়েছে। এ ব্যাপারে আমরা আর নমনীয়তা দেখতে চাই না। দেশ ও দেশবাসীর স্বার্থে বাংলাদেশ সরকারকে এবার ব্যবস্থা নিতে হবে, কাজল বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পিওবি’র সদস্য দীপন গাজী, সৈয়দ নাঈম, আলী আহমেদ কাশেমী, মশিউর রহমান লিটন,বুলবুল আহমেদ, রুহুল খান ও আলোকচিত্রী নিহার সিদ্দিক। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তাদের বক্তব্য শোনেন ও স্মারকলিপিটি যথাযথ পৌছে দেবেন বলে জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

স্বামী পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর)...

জিপিএইচ ইস্পাতের ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির...

ময়মনসিংহে ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন ৯৪ প্রার্থী

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯৪ জন প্রার্থী। এর আগে ১১টি আসনে ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে...

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত...

বেগম খালেদা ‍জিয়ার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার...

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, সময় বাড়ালো ৫ জানুয়ারি পর্যন্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ২৬৩ জন ভোটার...

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মঙ্গলবার...