কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রায় চার সহস্রাধিক সদস্যের পক্ষ থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অগণিত শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
অর্থনীতি সমিতি মনে করে, প্রয়াত বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ কারিগর। তাঁর নেতৃত্বে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির উদারীকরণ বেগবান হয়। তাঁর সরকারের চালু করা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বাংলাদেশের শিক্ষাখাতে এক মাইলফলক হয়ে আছে। বিশেষ করে মেয়েদের জন্য উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষা চালু করার মাধ্যমে তিনি দেশের মানবসম্পদ উন্নয়নে যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী প্রভাব রেখেছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং নারীর ক্ষমতায়ন বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোর বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে।
বাংলাদেশের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমের প্রতি প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সমর্থন ছিল। বাংলাদেশ অর্থনীতি সমিতির ভবন নির্মাণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাঁর সরকারের অবদানের কথা অর্থনীতিবিদ সমাজ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ নীতিনির্ধারক ও কিংবদন্তি রাজনীতিককে হারালো। অর্থনীতি সমিতি মনে করে, স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর অবিচল মনোভাব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অসামান্য অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


