December 30, 2025 - 2:01 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিসিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১০ দলীয় জোটের সমঝোতার কারণে সিরাজগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে এনসিপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এসব আসনে জোটের পক্ষে জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে একটি আসনে এনসিপির প্রার্থী জোটসমর্থন নিয়ে নির্বাচনে থাকছেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। ১০ ডিসেম্বর ঘোষিত এনসিপির ১২৫ জনের প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল এবং ২২ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি জামায়াতে ইসলামীর জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে এ আসনে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম নির্বাচন করবেন।

একই সিদ্ধান্তের অংশ হিসেবে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এনসিপির প্রার্থী দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতিও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই দুই আসনেও ১০ দলীয় জোটের পক্ষে জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১০ দলীয় জোটের সমর্থনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ নির্বাচনে থাকছেন। ঢাকায় ১০ দলীয় সমন্বয় কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পর্যায়ে জোটভুক্ত দলগুলো সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।

এদিকে, ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন সাবেক সংসদ সদস্য মনজুর কাদের। তিনি ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর জাতীয় পার্টিতে যোগ দিয়ে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৯৬ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে তিনি পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হন। সীমানা পুনর্নির্ধারণের পর সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিলেও তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

এবার সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিরাজগঞ্জ-৫ আসনে প্রথমদিকে এনসিপির প্রার্থী হিসেবে দলটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার প্রচারণা চালালেও পরে তিনি মনজুর কাদেরকে সমর্থন দেন। সিরাজগঞ্জ জেলায় এনসিপির কোনো সাংগঠনিক কমিটি নেই। জোটগত সমঝোতা অনুযায়ী তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১ হাজার গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক : অবসরের আগে ক্যারিয়ারে ১ হাজার গোল করার লক্ষ্যের কথা আবারও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসরর ফরোয়ার্ড রোনাল্ডো শনিবার আল...

বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং...

ভালুকায় সহকর্মীর শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় সহকর্মীর শটগানের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে...

বেগম জিয়ার মৃত্যুতে ঢাবিতে ৩ দিনের শোক ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের...

খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার...

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি সিসিটিভি...

টেলিকম খাতে পুরোনো সাইবার হুমকির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিগত ঝুঁকি

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র সিকিউরিটি বুলেটিনের সর্বশেষ অধ্যায়ে ২০২৫ সালের টেলিকম সাইবার নিরাপত্তা পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা...