January 12, 2026 - 1:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদগ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

spot_img

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের টিম-মেম্বারদের নিয়ে এমন সমন্বিত আয়োজন দেশের ব্যাংকিং অঙ্গনে এক অভিনব অভিজ্ঞতা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যে একটি সফল বছর পার করছে, তা এখন আর অজানা নয়। চলতি মাসে ব্যাংকটি পৌঁছেছে ১১,০০০ কোটি টাকার বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি এবং নতুন ৬.৫ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্টের মাইলফলকে। এটা ইউসিবির ইতিহাসে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় আড়াই গুণেরও বেশি। গত জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ ডিপোজিট প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি খারাপ ঋণ পুনরুদ্ধার এবং অধিকাংশ শাখার প্রফিটেবিলিটি বৃদ্ধিতে অনন্য নজির গড়েছে ইউসিবি।

এই সাফল্যের পেছনে রয়েছে এক শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক দর্শন: সারা দেশের প্রতিটি টিম-মেম্বারকে এক সুতোয় গাঁথা। সেই দর্শনের বাস্তব প্রতিফলন হিসেবে ইউসিবি এ বছর ত্রৈমাসিক ভিত্তিতে আয়োজন করেছে চারটি রিজিওনাল টাউনহল। একই দিনে দেশের ১৬টি অঞ্চলে শাখা প্রধানরা একত্রিত হয়ে তুলে ধরেছেন তিন মাসের অর্জন, ভাগ করে নিয়েছেন কার্যকর বিজনেস কৌশল এবং পরবর্তী প্রান্তিকের জন্য নির্ধারণ করেছেন সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা। পেয়েছেন তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান ও সহযোগিতার দিকনির্দেশনা।
এর প্রভাব স্পষ্ট। আজ ইউসিবির প্রতিটি টিম-মেম্বার জানে তার মিশন ও লক্ষ্য। এই উদ্দেশ্যবোধ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সাপোর্ট স্টাফরাও সমানভাবে এগিয়ে এসেছে। গত কয়েক মাসে মেসেঞ্জার, প্রহরীসহ অন্যান্য সাপোর্ট স্টাফরা নিজেদের উদ্যোগে, আত্মবিশ্বাস ও একাগ্রতায় সম্মিলিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ আমানত সংগ্রহ করেছেন।

এই টাউনহলগুলোতে কেবল পারফরম্যান্স রিভিউ বা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। ছিল আরেকটি বড় আকর্ষণ: যারা এক কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করেছেন, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরযুক্ত বিশেষ সম্মাননা পত্র। নিজেদের শ্রম, দক্ষতা ও নিষ্ঠার এই স্বীকৃতি তাঁদের আরও বেশি উজ্জীবিত ও গর্বিত করেছে। পাশাপাশি, টাউনহলগুলোতে কেউ গান গেয়েছেন, কেউ কবিতা আবৃত্তি করেছেন, কেউ কৌতুকের মাধ্যমে হাসিতে ভরিয়ে তুলেছেন। কর্মীরা তাঁদের সৃজনশীলতা দিয়ে অনুষ্ঠানকে করে তুলেছেন প্রাণের উৎসব। ইউসিবির যে অভাবনীয় সাফল্য আজ দৃশ্যমান, তার মূল শক্তি এই মানুষগুলোই, যারা ব্যাংকটিকে নিজের করে নিয়েছেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেছেন, আমরা যা কিছু করছি, তা গ্রাহক সন্তুষ্টির জন্য, সবাই মিলে একসাথে, একপথে।

এ বার জানুয়ারির টাউনহল ডিসেম্বরেই সম্পন্ন হয়েছে। বছর শুরুর আগেই বছরের পরিকল্পনা। সব মিলিয়ে, ইউসিবির আগামী বছরের সাফল্যের সূচনা হয়ে গেছে ১২ ও ১৩ ডিসেম্বর, একই দিনে, একই মিশনে, সারা দেশজুড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...

দলিল থাকলেও বাতিল হলো যে ৫ ধরনের জমির মালিকানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালে...

১৫ জানুয়ারি ফরচুন সুজের বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের পর্ষদ সভা আগামি ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় কোম্পানিটির...

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও...

ইরানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫৩৮ জনে পৌঁছেছে। এরই প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব...