January 12, 2026 - 5:45 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআমদানির অনুমতি দেওয়ায় চালের বাজার স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

আমদানির অনুমতি দেওয়ায় চালের বাজার স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের সাম্প্রতিক চাল আমদানির সিদ্ধান্তের ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা দিয়েছে। তিনি বলেন, চালের দাম স্থিতিশীল রাখতে সরকার সম্প্রতি অ-বাসমতী চাল আমদানির যে উদ্যোগ নিয়েছে, তাতে বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, প্রাথমিকভাবে আবারও কিছুটা দাম বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। এজন্য সরকার অতিরিক্ত অ-বাসমতি চাল আমদানির নতুন প্রস্তাব অনুমোদন করেছে। তিনি জোর দিয়ে বলেন, চালের দাম যাতে আর না বাড়ে, সে জন্যই আমদানির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে এটি জরুরি।

তিনি বলেন, জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বাজার তদারকি করলেও প্রভাবশালী ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বাজার নিয়ন্ত্রণ করলে কার্যকারিতা সীমিত হয়ে যায়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রায়ই নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এমনকি বাজারে যথেষ্ট মজুত থাকলেও। “অনেক দেশে এভাবে দাম বাড়ে না। সেখানে দাম বাড়ার পেছনে যৌক্তিক অর্থনৈতিক কারণ থাকে। কিন্তু আমাদের দেশে অনেক সময় বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ নির্দিষ্ট এলাকায় দাম বেড়ে যায়। এটি ব্যবসায়ীদের একটি অংশের কারসাজি।

অর্থ উপদেষ্টা বলেন, অগ্রহায়ণ মাসে নতুন ধান বাজারে আসার পরও চালের দাম প্রত্যাশিতভাবে কমেনি। ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নৈতিক শৃঙ্খলা ছাড়া কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হয় না। আমাদের ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে হবে। ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে নৈতিক শৃঙ্খলা না থাকলে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থাই সঠিকভাবে কাজ করতে পারে না।

তিনি বলেন, ধান কাটার মৌসুম শেষ হলেও চালের দামের ওপর যে ঊর্ধ্বমুখী চাপ দেখা যাচ্ছে, তার পেছনে সরবরাহ পরিস্থিতির পাশাপাশি বাজার বিতরণব্যবস্থা ও তদারকির দুর্বলতা রয়েছে-যা কেবল বেসামরিক প্রশাসনের ওপর নির্ভর করে পুরোপুরি মোকাবিলা করা সম্ভব নয়।

দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেট রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এককভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, সরবরাহ চেইনের আচরণগত গতিশীলতা ও বড় ভূমিকা রাখে।

তার মতে, চালের দাম সরবরাহের ওপর নির্ভরশীল হলেও বাজারের বিতরণব্যবস্থার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘কত পরিমাণ ধান উৎপাদিত হলো, শুধু সেটার ওপরই চালের দাম নির্ধারণ করে না। বিতরণ ব্যবস্থা-বিশেষ করে পাইকারি ও খুচরা পর্যায়-দামের তারতম্য সবচেয়ে বেশি প্রভাবিত করে।’

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, বিশ্ববাজারের দাম, দেশীয় মজুত এবং মিলগেট সরবরাহের প্রবণতা বিবেচনায় চাল আমদানির সিদ্ধান্ত নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে। আপাতত সরকার সময়মতো আমদানি ও কঠোর বাজার তদারকির ওপর নির্ভর করছে, যাতে শীতের শুরুতে বাজারে অস্থিরতা না দেখা দেয়।

তারা বলেন, শীতের শুরুতে চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি সামলাতে সরকার সময়মতো চাল আমদানি ও কঠোর বাজার তদারকির ওপর গুরুত্ব দিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া...

ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি...

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী

কর্পোরেট সংবাদ ডেস্ক : হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী...

বিডি ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস পিএলসি পর্ষদ সভা আগামী ১৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত...

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র...

নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে...

লাভোলোর বোর্ড সভা ১৭ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার...