নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মফতেজুর রহমান খান বিবেক, পল্লী বিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের এজিএম দেবব্রত ভৌমিক, সদর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ আলী, দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা মো. সোহরাব হোসেন এবং আজকের পত্রিকার সিংগাইর প্রতিনিধি সুজন মোল্লা।
সভায় পৌর সদরের যানজট নিরসন, অটোরিকশা স্ট্যান্ড স্থানান্তর, বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি অবৈধ দখল করে দোকান পরিচালনা বন্ধ, এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার বিষয়গুলো গুরুত্বসহ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আ. হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা আসমা খান, মৎস্য কর্মকর্তা মোসা. সাদিয়া রহমান, বিআরডিবি অফিসার ইব্রাহীম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নওয়াজ শরীফ, জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি মো. আরিফুর রহমান ও সদর ইউনিয়ন শাখার সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর।
এর আগে সকাল সাড়ে ১০টায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


