December 5, 2025 - 12:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য২৭ নভেম্বর শুরু হচ্ছে ঢাকায় ৪ দিনব্যাপী সিরামিক এক্সপো

২৭ নভেম্বর শুরু হচ্ছে ঢাকায় ৪ দিনব্যাপী সিরামিক এক্সপো

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: আগামী ২৭ নভেম্বর থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’।

মেলার আয়োজন করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলায় কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করবে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড। অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। থাকছে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, রাফেল ড্র, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের উন্মোচন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম। মেলার নানা দিক তুলে ধরেন ফেয়ার কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক মো. জিয়াউল হক জিকু, শেলটেক সিরামিকস লি.-এর পরিচালক সৈয়দ আব্দুল্লাহ জেমি, ডিবিএল সিরামিকস লি.-এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস লি.-এর জেনারেল ম্যানেজার মো. আশরাফুল হক এবং মেঘনা সিরামিকের ম্যানেজার শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।

বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে বর্তমানে টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টিরও বেশি কারখানা রয়েছে। স্থানীয় বাজারে বার্ষিক বিক্রি প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে ১৫০ শতাংশ। প্রায় ৫০টি দেশে রপ্তানির মাধ্যমে বছরে ৫০০ কোটি টাকা আয় হচ্ছে। বর্তমানে এ খাতে মোট বিনিয়োগ প্রায় ১৮ হাজার কোটি টাকা এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে কর্মসংস্থান রয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।

ফেয়ার কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন বলেন, উন্নত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের সিরামিক পণ্যের চাহিদা বাড়ছে। নতুন বাজারও তৈরি হচ্ছে। সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ এশিয়ার অন্যতম বৃহৎ প্রদর্শনী, যেখানে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি, নতুন পণ্য ও উৎপাদন দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিংসহ উন্নত প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে সিরামিক উৎপাদন আরও দ্রুত, নির্ভুল ও খরচ সাশ্রয়ী হবে। বিশ্বব্যাপী স্মার্ট টাইলস ও সেন্সর-যুক্ত পণ্যের ব্যবহার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়বে। এই এক্সপো স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তির সেতুবন্ধন তৈরি করবে।

চারদিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকস; প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক; গোল্ড স্পন্সর মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি, ডিএলটি ও সাকমি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...